আওয়ামী লীগের লোকজনকে বিএনপির এজেন্ট সাজিয়ে চলছে ইউপি নির্বাচনের ভোট! - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

আওয়ামী লীগের লোকজনকে বিএনপির এজেন্ট সাজিয়ে চলছে ইউপি নির্বাচনের ভোট!

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

কুমিল্লার চার উপজেলার ১৫টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কিন্তু রাতেই অধিকাংশ কেন্দ্রে ব্যালটে সিল মারার অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন কেন্দ্রে সহকারি প্রিজাইডিং কর্মকর্তারা নিজেই প্রকাশ্যে ভোট দিয়েছেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা, আটিয়াবাড়ি, ভোলাইন, তুগুরিয়া কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দেয়া হচ্ছে। আওয়ামী লীগের লোককে বিএনপির এজেন্ট সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। গণমাধ্যমের গাড়ি দেখে নিজেদের লোকজনকে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে।


চাটিতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৬নং বুথে সহকারী প্রিজাইডিং অফিসারকে ভোট দিতে দেখা যায়। এখানে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ভোটারদের দেওয়া হচ্ছে না।

এই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বোরহান উদ্দিন ভুইয়া, বিএনপির প্রার্থী মাঈন উদ্দিন,স্বতন্ত্র মাস্টার মো. সাইফুল্লাহ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হাফেজ নাসির উদ্দিন মামুন অভিযোগ করেন, প্রকাশ্যে ভোট দিচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। তাদের এজেন্ট বের করে দেয়া হয়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওহাবের ফোনে একাধিকবার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

চাটিতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইবাল বাহার বলেন, জাল ভোট এবং অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, বৃহস্পতিবার বিএনপি প্রার্থী মাঈন উদ্দিন,স্বতন্ত্র প্রার্থী মাস্টার মো. সাইফুল্লাহ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হাফেজ নাসির উদ্দিন মামুন নির্বাচন বয়কট করেছেন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages