বিশ্বনাথে দায়েরকৃত মামলার ১ আসামী গ্রেফতার - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

বিশ্বনাথে দায়েরকৃত মামলার ১ আসামী গ্রেফতার

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ডেস্ক: বিশ্বনাথে নিরীহ পরিবারের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম লায়েছ মিয়া (২৪)। সে বিশ্বনাথ উপজেলার উদয়পুর গ্রামের মৃত মশরফ আলীর পুত্র। রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ থানার এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে লামাকাজী নয়াবাজার এলাকা থেকে পলাতক আসামী লায়েছ মিয়াকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, চলতি বছরের ১২ মে গভীর রাতে উপজেলার লামাকাজী ইউনিয়নের উদয়পুর গ্রামের পংকি মিয়া প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বাইরে বের হওয়ার পরই পূর্ব থেকে উৎ পেতে থাকা দূর্বৃত্তরা তার উপর হামলা চালায়। রামদা, চাইনিজ কুড়াল, দা দিয়ে পংকি মিয়াকে এ্যালোপাতাড়ি কুপিয়ে আহত করে।

এসময় পংকি মিয়ার চিৎকার শুনে তাকে (পংকি) বাঁচানোর জন্য তার স্ত্রী হাজেরা বেগম এগিয়ে গেলে দূর্বৃত্তরা তাকেও (হাজেরা) গুরুত্বরও আঘাত করে। পিতা-মাতাকে রক্ষা করার জন্য ১০ বছরের সন্তান এগিয়ে গেলে তাকেও (সোয়েব) গুরুত্বর আহত করে দূর্বৃত্তরা। এরপর রক্তাক্ত অবস্থায় আহতদেরকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ১৩ মে পংকি মিয়া স্ত্রীর বড় ভাই, উদয়পুর গ্রামের মৃত কুতুব আলীর পুত্র সিদ্দিকুর রহমান বাদি হয়ে ৬জনে নাম উল্লেখ ও আরো ২/৩জনকে অজ্ঞাতনামা আসামী বিশ্বনাথ থানায় এই মামলাটি দায়ের করেন। মামলা নং- ১১। উক্ত মামলার অন্যতম আসামী লায়েছ মিয়াকে রোববার গ্রেফতার করে পুলিশ। -সময়ের সংলাপ24/ডি-এইচ
Comment Using!!

Pages