সিলেটে রোহিঙ্গা শিশু আটক - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

সিলেটে রোহিঙ্গা শিশু আটক

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার থেকে এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, আটক কিশোরের নাম আব্দুল আমিন (১৫)। তার বাড়ি মায়ানমারের রাখাইন রাজ্যের রেলওয়ারী উপজেলার বুজিডং গ্রামে। তার বাবার নাম আব্দুর রশিদ এবং মায়ের নাম হামিদা বেগম।

দক্ষিণ সুরমা থানায় থাকা ওই কিশোর জানায়, তিন দিন আগে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা ৩ কিশোর পালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। তবে দু’জন পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে (আব্দুল আমিন) সিলেটে চলে আসে। আব্দুল আমিন জানায়, সে চাকরির সন্ধানে সিলেটে এসেছিল। কিন্তু চাকরি না পেয়ে সে আবার চট্টগ্রামে ফিরে যাওয়ার জন্য দক্ষিণ সুরমার লালাবাজারে ঘোরাঘুরি করছিল।

জানা যায়, আব্দুল আমিনের ঘোরাঘুরি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, আব্দুল আমিনকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে, কিশোর আব্দুল আমিন আরো জানিয়েছে, তার বাবা-মা ও দুই ভাই এখন মায়ানমারে রয়েছেন। -সময়ের সংলাপ24/ডি-এইচ
Comment Using!!

Pages