এক রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

এক রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস

Share This

অভিষিক্ত এইডেন মার্করাম ৯৭ রানে আউট হয়েছিলেন টেস্টের প্রথম দিন। শুক্রবার দ্বিতীয় দিন ১৯৯ রানে পৌঁছার পর নি নার্ভাস হয়ে পড়েছিলেন ডিন এলগার? মাত্র এক রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়েন এই স্বাগতিক ব্যাটসম্যান।

মোস্তাফিজের করা ১৩১তম ওভারের দ্বিতীয় বল। শর্ট বলে কিছু না বুঝেই মিড উইকেটে আকাশে বল তুলে দেন এলগার। মিড উইকেটে ক্যাচ নিতে কোনো সমস্যা হয়নি মুমিনুল হকের। ৩৮৩ বলে ১৫টি চার ও ৩টি ছক্কায় ১৯৯ রানের ইনিংস খেলে ডাবল সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে মাঠ ছাড়েন এলগার।

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১২তম ব্যাটসম্যান হিসেবে ১৯৯ রানে ইনিংস শেষ হয় ডিন এলগারের। ১৯৮৪ সালে সর্বপ্রথম এই ক্লাবে প্রবেশ করেন পাকিস্তানের কিংবদন্তি খেলোয়াড় মুদাসসর নজর। এলগারের আগে সর্বশেষ গত বছরের ডিসেম্বরে ১৯৯ রানের ইনিংস খেলেন ভারতের লোকেশ রাহুল।

আন্তর্জাতিক টেস্টে ১৯৯ রানের ইনিংস খেলা অপর ব্যাটসম্যানরা হলেন- আজহারউদ্দিন, ম্যাথু এলিয়ট, সনাথ জয়াসুরিয়া, স্টিভ ওয়াহ, অ্যান্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা, ইউনিস খান, স্টিভ স্মিথ ও ইয়ান বেল।