বগুড়া: নিহত রাসেল (১৪) উপজেলার বীরকেদার গ্রামের আব্দুল হান্নানের ছেলে। আজ শুক্রবার কাহালুর এবিসি টাইলস কারখানায় এ ঘটনা ঘটে বলে কাহালু থানার ওসি নুর-এ আলম সিদ্দিকী জানান।
আর এ ঘটনাকে কেন্দ্র করে তার সহকর্মী রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ প্রসঙ্গে ওসি নুর-এ আলম সিদ্দিকী বলেন, নাইট শিফটের কাজ শেষে আজ সকালে হাত-পা পরিষ্কার করার সময় সহকর্মী রুবেলের সঙ্গে কাজ করা নিয়ে বাগবিতণ্ডা হয় রাসেলের। এর জেরে রুবেল রাসেলের পায়ুপথে পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়।
আর এতে রাসেল গুরুতর আহত হয় রাসেল। তারপর তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি নিয়ে যাওয়া হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
এ নিয়ে হাসপাতালের উপ-পরিচালক নির্মলেন্দু চৌধুরী বলেন, পায়ুপথে বাতাস ঢোকানোর ফলে রাসেলের লিভার ক্ষতিগ্রস্ত ও পেটের নাড়িভূড়ি ছিঁড়ে যায়। তবে সকালে তাকে নিয়ে আসার পর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছিল। কিন্তু বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। -সময়ের সংলাপ24/ডি-এইচ