সবুর স্যার স্মরণে শনিবার মিলাদ মাহফিল - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সবুর স্যার স্মরণে শনিবার মিলাদ মাহফিল

Share This

নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমার জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুস সবুর স্যার’র মৃত্যুতে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।  প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ মাহফিল আগামী ৬ আগস্ট ২০১৬, শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। এছাড়া যারা মাহফিলে আর্থিক সহায়তায় শরীক হতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছেঃ

০১৬২৪০৬১০৫৮ (দিলোয়ার),

 ০১৭৪৯৩১৩৭১৩ (শাকির),

০১৭৯০২৯৭০৬৪ (সামাদ),

০১৭২৯৯২২৮৮৪ (কামরান),

০১৭৪৭১০৩৫০৪ (সামাদ)।