আগামী ঈদে ‘টিউবলাইট’ নিয়ে আসছেন সালমান - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

আগামী ঈদে ‘টিউবলাইট’ নিয়ে আসছেন সালমান

Share This


বিনোদন ডেস্ক : ঈদ মানেই এখন সালমান খান। ‘সুলতান’র সাফল্যের পর এবার পরের ঈদের জন্য রেডি হচ্ছে ভাইজান। সদ্য মুক্তি পেয়েছে ‘টিউবলাইট’ পোস্টার’।

কবীর খান, সালমান, মুন্নি তিনের মিশেল আগের ঈদ ছিল ইমোশনে জমজমাট। এই রেশটাই ধরতে চাইছেন পরিচালক। তবে এবার পাকিস্তান নয়, চীন। সূত্রের খবর অনুযায়ী, ‘টিউবলাইট’-এ থাকছে না কোনো

ভিলেন, থাকছে না নায়কের বিপরীতে কোনো নায়িকা, মূখ্য ভূমিকায় থাকছে সালমান, আর তার থাকছে রিল লাইভ ভাই এর চরিত্র, এছাড়াও দেখা যাবে চায়নার একটি শিশুকে। খুব শিগগির শুরু হবে ছবির শ্যুটিং। তার আগেই পোস্টারে সবাইকে চমকে দিলেন নায়ক।

সুতরাং এক থা টাইগার, বাজরাঙ্গি ভাইজান, ফ্যানটম এর পর বলিউড ভাইজানের সাথে আবার জোট বাঁধতে তৈরী পরিচালক কবির খান৷ সববটা প্যান মাফিক চললে পরের বছর ঈদেই মুক্তি পেতে চলেছে কবির এর পরবর্তী ছবি টিউবলাইট৷ জানা গিয়েছে, ছবিতে থাকবে ইমোশন, থাকছে পলিটিকাল ব্যাকড্রব। লাদাখ, কাশ্মির এবং আজমিরে হবে ছবির শুটিং। কিন্তু এখনো ছবির কাস্ট সিলেকশন হয়নি। সেটা হলেই জোর কদমে শুরু হবে ‘টিউবলাইন’ শুটিং।