গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, মহাসড়কে যানজট - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, মহাসড়কে যানজট

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

চার দিনের ব্যবধানে গাজীপুরে আবারো সোয়েটার কারখানায় আগুন লেগেছে। সকাল সাড়ে ৭টার দিকে বড়বাড়ী এলাকায় মেট্রিক্স সোয়েটার কারখানার ৮তলায় আগুনের সুত্রপাত হয়।
পরে তা ছড়িয়ে পড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ৪টি ও পরে আরো ৬টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ শুরু করে। প্রাথমিক ভাবে আগুনের ক্ষয়ক্ষতি পরিমাণ ও সুত্রপাতের কারণ জানা যায়নি।
কারখানাটি মহাসড়কের কাছে হওয়াতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনে ওই সড়কে চলাচলকারীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়ে গাজীপুর ট্রাফিক কন্ট্রোলরুম।
এর আগে গত ২৯ তারিখে ওই একই কারখানায় আগুন লেগেছিলো।
Comment Using!!

Pages