নেপালে সম্প্রতি বড় পাথরের খণ্ড গড়িয়ে পড়ার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ‘আমি তোমার হতে চাই’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে তিনি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থান করছিলেন। এখনো তিনি নেপালেই আছেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সুস্থ থাকার কথা জানিয়েছেন তিনি।
ছবির তিনটি গানের শুটিং করতে মিমের সঙ্গে নেপালে অবস্থান করছে ছবির পুরো টিম। গত দুদিন ছবির আইটেম গানের শুটিং হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা ছিল রোমান্টিক গানের শুটিং। এরই মধ্যে গতকাল ২৬ জুলাই ঘটে যায় ঘটনাটি। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে হঠাৎ করেই ছবির ইউনিটের সামনে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে রাস্তায়।
ঘটনার ছবি ফেসবুকে দিয়ে মিম একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি স্ট্যাটাসে বলেন, ‘আজকে অল্পের জন্য বেঁচে গিয়েছি। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার সময় হঠাৎ করেই আমাদের গাড়ির সামনে পাহার ধসে পড়া শুরু করল। ভয়ে মরেই যাচ্ছিলাম আর ভাবছিলাম, আমাদের গায়ের ওপর এসে পড়বে। আর এই প্রথম এ রকমটা দেখতে পেয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের বাঁচানোর জন্য। এখনো হাত-পা কাঁপছে।’
অনন্য মামুন পরিচালিত ছবিটিতে বাপ্পি ও মিম ছাড়াও অভিনয় করেছেন জন, দিপালী, ডন, মনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে। ছবিতে গান গেয়েছেন হাবিব ওয়াহিদ, জেমস, মমতাজ, আকাশ, তাহসিন ও নন্দিতা।
সংগীত পরিচালক হিসেবে আছেন হাবিব ওয়াহিদ, শফিক তুহিন, আহম্মেদ হুমায়ুন, নাভেদ পারভেজ, আকাশ। গান লিখেছেন জাহিদ আকবর, শফিক তুহিন, সুদীপ কুমার দীপ।