সিটি নির্বাচন নিয়ে ২০ দলের কমিটিতে জামায়াত নেই - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিটি নির্বাচন নিয়ে ২০ দলের কমিটিতে জামায়াত নেই

Share This

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচার সমন্বয়ে দুটি কমিটি করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

তবে এই কমিটিতে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি নেই। যে বৈঠকে এই কমিটি হয়েছে, সেই বৈঠকেও ছিলেন না জামায়াতের কোনো নেতা।

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বৈঠকে বসেন জোটের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন বৈঠকে।
বৈঠকে দুটি সমন্বয় কমিটি গঠনের কথা সাংবাদিকদের জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গাজীপুরে জোটের নির্বাচন পরিচালনার সমন্বয়ক হয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সদস্য সচিব এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম।

খুলনায় সমন্বয়ক হয়েছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ; সদস্য সচিব এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মনজুর হোসেন ঈসা।

বৈঠকে জোট নেতাদের মধ্যে ছিলেন বিজেপির আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের আবদুল করিম, জাগপার রেহানা প্রধান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভুইয়া, মুসলিম লীগের জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, লেবার পার্টি একাংশের মোস্তাফিজুর রহমান ইরান, অন্য অংশের এমদাদুল হক চৌধুরী, ডিএল‘র সাইফুদ্দিন মনি, এনডিপির মনজুর হোসেন ঈসা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মুহিউদ্দিন ইকরাম, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন।

আগামী ১৫ মে অনুষ্ঠেয় দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে লড়াই করবেন গাজীপুরে হাসান উদ্দিন সরকার ও খুলনায় নজরুল ইসলাম মঞ্জু।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ