সিলেটে হঠাৎ করেই বেড়ে যাচ্ছে করোনার উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা। শুক্রবার বিকেলে পর্যন্ত করোনা সন্দেহে ভর্তি রোগীর সংখ্যা ৯ জনে থাকলেও শনিবার হাসপাতালে ভর্তি হন আরো দুইজন। করোনার উপসর্গ নিয়ে রোববার সকালে আরো একজন ভর্তি হলে ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১২ জনে।
বিষয়টি ১২ এপ্রিল রোববার নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
সিলেট শামসুদ্দিন হাসপাতালে এক সাথে করোনা সন্দেহের এত রোগী পূর্বে ভর্তি ছিলেন না। ১২ জন ভর্তি থাকায় সিলেটের মানুষের মাঝে বাড়ছে আতঙ্ক। তাদের সবার নমুনা পরীক্ষা করে ওসমানী মেডিকেল কলেজের করোনা পরীক্ষার ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল আসলে নিশ্চিত হওয়া যাবে তাদের কারো শরীরে করোনাভাইরাস আছে কি-না।
সূত্র জানিয়েছে, হাসপাতালে ভর্তি ১২ জনের মধ্যে বেশীরভাগই সিলেট সদর উপজেলার বাসিন্দা।
এদিকে, সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন চিকিৎসক। গত ৫ এপ্রিল তাঁর শরীরে ধরা পড়ে করোনা। তিনিই সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি। গত শুক্রবার পর্যন্ত সিলেটে স্থাপিত পরীক্ষারগারে ১৫৩ জনের করোনা পরীক্ষার ফলাফলে কারো শরীরে ধরা পড়েনি এ রোগ। আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে থাকা ১৬ জনের পরীক্ষার ফলাফলও এসেছে নেগেটিভ। তবে তিনি কার মাধ্যমে আক্রান্ত হলেন এই ব্যক্তিকে এখনো পাওয়া যায়নি। এনিয়ে সিলেটের মানুষের মাঝে উদ্বেগ-উৎকন্ঠার শেষ নেই।
কোভিড-১৯ একটি ছোঁয়াচে ভাইরাস। একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ায় এ ভাইরাসটি। সিলেটে আক্রান্ত চিকিৎসক কিভাবে কার দ্বারা করোনায় সংক্রমিত হলেন এই প্রশ্ন সিলেটের মানুষের মাথায় বার বার ঘুরপাক খাচ্ছে।
আক্রান্ত চিকিৎসক সিলেটের সিভিল সার্জনকে জানিয়েছেন, ইতিমধ্যে তিনি কোন প্রবাসীর সংস্পর্শে যাননি। ঢাকায়ও যাওয়া আসা করেননি সম্প্রতি। এছাড়া তিনি গত ১৮ মার্চ থেকে তার ব্যক্তিগত চেম্বারে রোগীও দেখছেনা না। তবে তিনি একটি বেসরাকারী হাসপাতালে ভর্তি রোগী দেখেছেন।
আক্রান্ত চিকিৎসকের ভাষ্যমতে তিনি কোন প্রবাসীর সংস্পর্শে যাননি, এ দৃষ্টিকোণ থেকে বলা যায় তাহলে সিলেটের অন্য কারো কাছ থেকে করোনায় সংক্রমিত হওয়ারই কথা। কিন্তু এতদিন সিলেটে আর কোন করোনা রোগী ধরা পড়েনি। সিলেটে এ পর্যন্ত করোনার উপসর্গ থাকায় যাদের পরীক্ষা করা হয়েছে তাদের সবার ফলাফল এসেছে নেগেটিভ।
তাহলে কি সেই ব্যক্তি অজানা রয়েই গেল এমন প্রশ্ন সিলেটের মানুষের মাঝে থেকেই যাচ্ছে। এতে দিনে দি্নে সিলেটের মানুষের মাঝে বাড়ছে শঙ্কা।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন