আলীবাবা কেন, দেশি গ্রুপ কোথায় আজ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

আলীবাবা কেন, দেশি গ্রুপ কোথায় আজ

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
দেশের এই বিপদের দিনে চীনের অনলাইন মার্কেটিং প্রতিষ্ঠান ‘‘আলী বাবা’’ কে কেন এগিয়ে আসতে হয়? 

গ্রামীণ ব্যাংক, স্কয়ার, বসুন্ধরা, যমুনা, রহিম আফরোজ, নাভানা, ট্রান্সকম, প্রান, আবুল খায়ের, আকিজ, ওরিয়ন, বেক্সিমকো, এসিআই গ্রুপরা কই? 

ওয়ালটন যে দেশের আবেগ নিয়ে প্রোডাক্ট বিক্রি করেছে, তারা কই? 

বিদেশের মাটিতে ক্রাউন সিমেন্ট খুশি হয় দেশের পন্য দেখে, আর দেশের এই অবস্থা দেখে ক্রাউন সিমেন্ট কোম্পানির কোন অনুভূতি হয় না কেন?

বিজনেস করার জন্যে সব আবেগ শুধু ব্যবহার হয়। দেশে এতো এতো ব্যাংক, এতো এতো ফাউ ইস্যুতে প্রধানমন্ত্রীর তহবিলে দান করে, এখন তারা চুপ কেন? তাদের ভূমিকা কি এই বিপদে?

ফুটানি মারা যাকাত দাতারা কই? যারা শাড়ি, লুঙ্গি বিলাতে যেয়ে মানুষ মারে। তারা তো এই যাকাতের টাকা গরীবদের দিয়ে বলতে পারে, এই টাকা দিয়ে চলো, ১ মাস বের হয়োনা ঘর থেকে!

এসবে ফুটেজ পাওয়া যাবে না! তাই তারাও চুপ।

এ সকল ফাউ ফুটানি শিল্পপতিদের সামাজিক ভাবে বয়কট করুন। পরে যদি কোন সময় দেখেন অমুক ক্রীড়া প্রতিযোগিতায় ২০ লাখ টাকা দান করেছে আর সেইটা ফেসবুক/মিডিয়াতে এসেছে, স্রেফ ধুয়ে দিবেন। -সাইবার৭১

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages