ফুটবল ছেড়ে ইউরোপে শাহনুর হুসাইন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

ফুটবল ছেড়ে ইউরোপে শাহনুর হুসাইন

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

গত ২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার রাতে পর্তুগালের উদ্দেশ্যে সিলেট ছাড়েন লালাবাজার ইউনিয়ন ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক ও সাবেক ফুটবলার শাহনুর হুসাইন।

শাহনুর হুসাইন, সিলেট ফুটবলের একজন পরিচিত মুখ। ভালো ফুটবলার ও সমাজসেবী মানসিকতার একজন মানুষ হিসেবে লালাবাজারতথা আত্র এলাকার পরিচিত মানুষ।

গত ২৪ সেপ্টেম্বর রাতে ফুটবল ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে, নিজের ভাগ্য রচনায় বিদেশে পাড়ি দিলেন। সেখানে তিনি খুব ভালো ভাবেই পৌছান।

গতকাল আমাদের কাছে তিনি একটি বার্তা পাঠান। সেটি ছিল...
‘‘আমি শাহনুর হুসাইন। গত ২০ সেপ্টেম্বর হঠাত করে আমার বিদেশ যাওয়ার টিকিট হাতে পাই। সেখানে যাওয়ার তারিখ দেয়া ছিল ২৪ সেপ্টেম্বর। মাত্র চার দিনের দুরত্ব। যার কারনে আমি এই অল্প সময়ের মধ্যে সবার সাথে দেখা করা ও বিদায় নিয়ে আসা সম্ভব হয় নি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সবাই আমার জন্য দুয়া করবেন। আমি খুব ভালো ভাবেই গন্তব্যে এসে পৌছেছি।’’

আমরাও সবাই দুয়া করি শাহনুর হুসাইনের জন্য। তিনি যে স্বপ্ন নিয়ে দেশের মাটি ছাড়লেন আল্লাহ তা'আলা যেন উনাকে মনে আশা পূরন করেন। -আমিন

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages