পীর ইকবালের চেয়ারম্যান গণসংবর্ধনা ৫ অক্টোবর - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

পীর ইকবালের চেয়ারম্যান গণসংবর্ধনা ৫ অক্টোবর

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবালকে আগামী ৫ অক্টোবর চেয়ারম্যান গণসংবর্ধনা প্রদান করা হবে। ওই দিন শনিবার সকাল ১০টায় লালাবাজারের পাপড়ি রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

‌‘লালাবাজার ইউনিয়নবাসী’র ব্যানারে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন কর্তৃক সিলেট জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পীর মো. ফয়জুল হক ইকবালকে এই সংবর্ধনা প্রদান করা হবে।

এলাকাবাসীর পক্ষে আয়োজক হিসেবে আছেন ফালাকুজ্জামান চৌধুরী জগলু, এডভোকেট মুহিদ হোসেন, আছাব আহমদ, আব্দুল মুহিত, আমিনুর রহমান চৌধুরী শিফতা, জুবায়ের আহমদ লিটন, আমিনুল ইসলাম আনহার, আব্দুল কাদির প্রমুখ।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages