পঞ্চমবারের মতো বিশ্বসেরা এনজিও ব্র্যাক - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

পঞ্চমবারের মতো বিশ্বসেরা এনজিও ব্র্যাক

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..


এবারের তালিকায় বিশ্বসেরা ৫০০ এনজিওর তালিকা প্রকাশ করেছে তারা। সেখানে সবার শীর্ষে নাম এসেছে ব্র্যাকের। 

গণমাধ্যমে প্রেরিত ব্র্যাকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সাল থেকে ‘টপ ফাইভ হান্ড্রেড এনজিওস অফ দ্য ওয়ার্ল্ড’ নামে এই র‌্যাঙ্কিং করে আসছে এনজিও অ্যাডভাইজার। সংঘাত ও দুর্যোগপূর্ণ জায়গায় সাশ্রয়ী ও কার্যকর কর্মসূচি গ্রহণের জন্য ব্র্যাক টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো এই স্বীকৃতি পেল।

প্রেস বিজ্ঞপ্তিতে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে ব্র্যাক আবারও প্রথম স্থান অধিকার করায় আমি অত্যন্ত আনন্দিত।

এ জন্য আমাদের সহকর্মী, অংশীদার ও সহযোগীদের আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের সকলের ঐকান্তিক নিষ্ঠা ও ধারাবাহিক কাজের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসা বলেন, এই মর্যাদা বিশ্বজুড়ে ব্র্যাক পরিবারের সকল সদস্যের অর্জন। আমাদের মূল শক্তি হচ্ছে তারা, যাদের নিয়ে আমরা ৪৭ বছর ধরে কাজ করছি। সেই সঙ্গে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক যেসব সংস্থা আমাদের সহযোগী, এই অর্জন তাদেরও। অগ্রগতির সুফল যত দিন না প্রতিটি মানুষ সমভাবে ভোগ করবে, তত দিন আমাদের সংগ্রাম চলবে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages