মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলেই হারিয়েছে বাংলাদেশ। জয়টা পাঁচ উইকেটের। জবাবটা দ্বিতীয় ম্যাচেই দিয়েছে ক্যারিবীয়রা। শাই হোপের অসাধারণ সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে টাইগারদের চার উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে সফরকারী দলটি।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। ছবির মতো সুন্দর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রোমাঞ্চের শিরোপা নির্ধারণী লড়াইটি। আজ দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২।
টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ক্যারিবীয়রা। একদিনের ক্রিকেটেও সিরিজ হারের মুখে পড়েছিল তারা। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। একই সঙ্গে অতিথিদের সিরিজ জয়ের আশাটাও বাঁচিয়ে দিয়েছেন হোপ। মিরপুরে ক্যারিবীয়দের সমতায় ফেরার ম্যাচে বাংলাদেশ বলতে গেলে হোপের ১৪৬ রানের অপরাজিত ইনিংসের কাছেই হেরে গেছে।
প্রান্ত সীমায় আসা বছরের জুলাইতেও এমন অবস্থা হয়েছিল। টেস্টে সিরিজে বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। দুই ওয়ানডে শেষে সিরিজ দাঁড়িয়েছিল ১-১ সমতায়। সেবার ক্যারিবীয়দের তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ হাসি হেসেছিলেন মাশরাফিরা। এবার ঘরের মাঠেও সিরিজ জয়ের উৎসব করতে চান তারা।
মাশরাফির দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সিরিজে চলমান শুভ সূচনা করেছিল বাংলাদেশ। প্রথম বাংলাদেশি হিসেবে ২০০তম ওয়ানডে ম্যাচটা এরচেয়ে ভালোভাবে রাঙাতে পারতেন না অধিনায়ক।
শেষ দিকে আসা বছরটা খুব একটা ভালো যায়নি ওয়েস্ট ইন্ডিজের। এ বছর এখন পর্যন্ত কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি ক্যারিবীয়রা। তাই আজকের ম্যাচ জিতে স্বস্তিতেই বছরটা শেষ করতে চায় দ্বীপকুঞ্জের দেশটি। এ যাত্রায় তাদের ভরসা দুই তরুণ হোপ এবং শিমরন হেটমায়ার। সঙ্গে আগের ম্যাচে রান পাওয়া দুই অভিজ্ঞ মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভোর ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে সফরকারীরা।
বাংলাদেশ দলে আস্থা রাখার মতো আছেন বেশ কয়েকজন। বোলিং আক্রমণে মাশরাফি, মুস্তাফিজরা তো আছেনই, ব্যাটিংয়ে নির্ভরতা জোগাতে পারেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। এই তিনজই আগের ম্যাচে করেছেন ফিফটি।
কিন্তু প্রত্যাশিত রান পাননি দুই ওপেনার সৌম্য সরকার এবং ইমরুল কায়েস। আরেক ওপেনার লিটন দাশ প্রথম ম্যাচে ৪৩ রান করলেও ব্যাট হাসাতে পারেননি পরের ম্যাচে। তবু তাদের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। তাই আজও অরিবর্তিত দল নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। অন্যদিকে জয়ী দলের কম্বিনেশনটা আবার ভাঙতে চাইছে না ক্যারিবীয়রা।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ