গাজীপুরে ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়িতে আহত ৯ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

গাজীপুরে ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়িতে আহত ৯

Share This

ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে গাজীপুরে নয় পোশাক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জেলার সালনা এলাকার ডিএনএস প্যান প্যাসিফিক সোয়েটার নামের একটি কারখানার প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. ফয়সল আহমেদ বলেন, ভূমিকম্পের সময় তাদের কারখানায় অনেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে কমবেশি আহত হয়েছেন।

“তাদের মধ্যে ৯-১০ জন একটু বেশি আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”

বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে।

তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

ওই কারখানার অপারেটর মো. মঞ্জুর হোসেন সজল বলেন, “ভূমিকম্প টের পেয়ে শ্রমিকরা কাজ ফেলে নিচে নেমে যায়। অন্যদের সঙ্গে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আমিও আহত হয়েছি। আমার মত আরও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।” 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা সুলতানা জানান, ভূমিকম্পের মাত্রা কম ছিল। কোথাও থেকে কোনো অঘটনের খবর জানা যায়নি।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: