হঠাৎ সরে গেল রবি, বিসিবির সঙ্গে চুক্তি বাতিল - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

হঠাৎ সরে গেল রবি, বিসিবির সঙ্গে চুক্তি বাতিল

Share This

স্পোর্টস: মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি বাতিল করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দুই বছর বাংলাদেশ ক্রিকেটের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকার পর নতুন করে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয় রবি। নতুন চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের জুন পর্যন্ত। কিন্তু প্রায় এক বছর আগেই বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করল প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে রবি আজিয়াটা লিমিটেডের পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সুদীর্ঘ পৃষ্ঠপোষকতায় আমরা গর্বিত। ২০১৫ সালে আমরা টাইগারদের পৃষ্ঠপোষক হওয়ার পর থেকে আমাদের জাতীয় ক্রিকেট দলের অভাবনীয় উত্থান শুরু। মাঠে টাইগারদের দুর্দান্ত ঝলক এবং নাজমুল হোসেন পাপন, এমপি’র নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দক্ষ ব্যবস্থাপনায় অপূর্ব সমন্বয়েই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। রবি’র পৃষ্ঠপোষকতা চালাকালীন সকল ক্রিকেট ভক্ত ও গণমাধ্যমের বন্ধুদের আন্তরিক সমর্থন ও ভালবাসায় আমরা অভিভূত।’

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চলমান পৃষ্ঠপোষকতা বিষয়ক চুক্তিটি প্রাসঙ্গিকতা হারানোয় দেশের ক্রিকেটের গৌরবোজ্জ্বল এই মুহূর্তে ভারাক্রান্ত হৃদয়ে পৃষ্ঠপোষকতার দায়িত্ব থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। তবে বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভিন্ন পরিসরে দলের পাশে দাঁড়ানোর সুযোগ পেলে আমরা কৃতার্থ থাকব।’

বিসিবি অবশ্য এখনো চুক্তি বাতিল নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফোন ধরেননি কয়েকজন বোর্ড পরিচালক। যার সময়ে চুক্তি হয়েছিল সেই পরিচালক কাজী ইনাম আহমেদের (বিসিবির মার্কেটিং এন্ড কমার্সিয়াল কমিটির চেয়ারম্যান) ফোন বন্ধ পাওয়া গেছে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ