চুক্তি থেকে বাদ পড়াদের পাশে থাকবেন মাশরাফী - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

চুক্তি থেকে বাদ পড়াদের পাশে থাকবেন মাশরাফী

Share This

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ছয় খেলোয়াড়কে ছন্দে ফিরতে উৎসাহ দিয়ে মাশরাফী বিন মোর্ত্তজা জানিয়েছেন, সেরাটা দিয়ে ফিরে আসতে তার ‘তরফ থেকে সব ধরনের সহযোগিতা’ করবেন।

‘আমি চাই তারা যেন আগের থেকে আরও ভালোভাবে ফিরে এসে বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারে,’ মন্তব্য করে বৃহস্পতিবার মাশরাফী বলেন, ‘আমার তরফ থেকে সকল সহযোগিতা করব। আমি জানি বাংলাদেশে এতো বেশি খেলোয়াড় নেই। এরাই বাংলাদেশের সত্যিকারের ভবিষ্যৎ।’

এদিন হোটেল ওয়েস্টিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাশরাফী। মাশরাফীর প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেসের সঙ্গে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড় বাছাইয়ে যুক্ত হয় আইপিডিসি ফাইন্যান্স। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষে চেয়ারম্যান মাশরাফী বিন মোর্ত্তজা এবং আইপিডিসির ফাইন্যান্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম সমঝোতা স্মারকে সই করেন।

গত বছর চুক্তিতে ১৬ ক্রিকেটার থাকলেও এবার সংখ্যাটা কমিয়ে আনা হয়েছে। বাড়ানো হয়নি চুক্তিবদ্ধ অন্য ক্রিকেটারদের বেতনও। গত বছর যা প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছিল! চুক্তি থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইমরুল কায়েস এবং কামরুল ইসলাম রাব্বি।

বুধবার সন্ধ্যায় বিসিবির নতুন কমিটির সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, পারফরম্যান্সের কারণে ছয় ক্রিকেটারকে বাদ দেয়া হয়েছে।

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া মানে বিসিবির মাসিক বেতন বন্ধ হয়ে যাওয়া। বেতনের বিষয়টি মাশরাফী বোর্ডের ওপর ছেড়ে দিয়েছেন।

‘আমি যতদিন ক্রিকেট খেলছি। এই সময়ে আমি বেতনের মধ্যে আছি কী নেই এই বিষয় নিয়ে ভাবিনি। আমার আমার টার্গেট ছিল সবসময় খেলার মধ্যে থাকা। বেতন অবশ্যই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ের জন্য। দিন শেষে সবার পরিবারের ওপর একটা দায়িত্ব থাকে। আমরা সবাই কিন্তু সাধারণ পরিবারের ছেলে। তবে এই সিদ্ধান্ত বিসিবির।’

‘কতজনকে বেতন দেবে কি দেবে না সেই সিদ্ধান্ত বোর্ডের। আগে ১৬ জনের ছিল। আমি এখনও জানি না কতজনকে বেতনের মধ্যে রাখা হবে। আজই শুনেছি চার-পাঁচ জন কমবে। তবে বেতনটা একজন খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ কথা আগেও বলেছি, এখনও বলছি।’

বাদ পড়ারা ভালো করে ফিরে আসবেন বলে বিশ্বাস ওয়ানডে অধিনায়কের, ‘যারা বাদ পড়েছে তারা বসে থাকবে না। তাদের ফিরে আসার চেষ্টা করতে হবে। আমার বিশ্বাস তারা ফিরে আসবে।’

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ