র‌্যাঙ্কিংয়ে আটে উঠার হাতছানি, যা করতে হবে বাংলাদেশের - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

র‌্যাঙ্কিংয়ে আটে উঠার হাতছানি, যা করতে হবে বাংলাদেশের

Share This

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে আটে উঠার হাতছানি বাংলাদেশের। তাই চলমান টেস্ট সিরিজের শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা জিতলে অথবা ড্র করলে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বর থেকে আট নম্বর উঠবে বাংলাদেশ। ফলে র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ আসন ছেড়ে নেমে যাবে ৯ নম্বরে।

আইসিসির দেয়া সবশেষ টেস্ট র‌্যাঙ্কিং অনুযায়ী ৭২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ বর্তমানে আছে নবম অবস্থানে। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম অবস্থানে। তাদেরও পয়েন্ট পয়েন্ট ৭২। কিন্তু দশমিক পয়েন্ট হিসাবে ক্যারিবীয়রাই এগিয়ে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি নিস্প্রাণ ড্র হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ যদি জিততে পারে কিংবা ড্র করতে পারে তাহলে র‌্যাঙ্কিংয়ে আটে উঠবে। অন্যদিকে, হারলে র‌্যাঙ্কিংয়ে অবস্থানের কোনও পরিবর্তন হবে না। কারণ, দশম অবস্থানে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট মাত্র এক।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারত। তাদের চেয়ে ছয় পয়েন্ট কম তথা ১১৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে দ্বিতীয় অবস্থানে। ১০৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ