ঢাকা : কারারুদ্ধ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি, পারবেন না এ নিয়ে সংশয়ে আছেন বিএনপির নেতাকর্মীরা।
এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তাই বড়ই দুঃশ্চিন্তায় আছে বিএনপি। এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরল হুদা বলছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া নির্ভর করছে উচ্চ আদালতের ওপর।’
বিএনপি নির্বাচনে যাওয়ার পথে কে বাধা দিচ্ছেন, সে খবর ফাঁস করলেন পার্থ। এবার প্রধান নির্বাচন কমিশনারে এ কথার উচিৎ জবাব দিলেন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশের জাতীয় পার্টি(বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তিনি উল্টো বিএনপির নির্বাচনে যাওয়ার পথে প্রধান নির্বাচন কমিশনার বাধা দিচ্ছেন বলে অভিযোগ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘কি অবাক করার মতো কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার।’
‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন বৈধ হবে না বাতিল হবে তা নির্ধারণ করবে রিটার্নিং অফিসার । রিটার্নিং অফিসার যদি বাতিল করে তাহলে আপিল করা হবে নির্বাচন কমিশনে ।
নির্বাচন কমিশন যদি সেই আপিল মঞ্জুর না করেন অথবা রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখেন কেবলমাত্র তখনই উচ্চতর আদালতে যাওয়ার কথা আসে । এই কথার মাধমে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারকে প্রভাবিত করল এবং আগে থেকে নিজেদের সিদ্ধান্তের কথা প্রকাশ করল।’
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ