ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

Share This

আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি জাতির কিছু শ্রেষ্ঠ সন্তানের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি পেয়েছে প্রাণের ভাষা, মাতৃভাষা বাংলা। এই মহান দিনে ভাষা শহীদ সালাম, রফিক, জব্বার, বরকতদের স্মরণ করতে ভুললেন না জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। 

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে ভাষা শহীদদের স্মরনে লিখেছেন,‘বাংলা, আমাদের মাতৃভাষা, আমাদের গর্ব, আমাদের অস্তিত্বের এক অপরিহার্য অংশ! ভাষা সৈনিকদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভাষাই বাঙালি জাতিকে যোগায় সকল বিপত্তিকে পিছে ফেলে সামনে ছুটে চলার প্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি জানাই সকল ভাষা শহীদদের।’

জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন,‘আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস আমাদের জন্য একটি বিশেষ দিন। এই দিনে আমরা আমাদের প্রিয় ভাষা বাংলা কে আমাদের মাতৃভাষা হিসেবে অর্জন করতে পেরেছি। আর এই বিশাল অর্জনের পিছনে ছিলো বাঙালীর প্রান বিসর্জন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই মহান ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ভাষা শহীদদের স্মরনে লিখেন ,‘জীবন দিয়ে যারা বাংলাকে আমাদের মাতৃভাষা রূপে এনে দিয়েছেন সে সকল মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।’

এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ফেসবুক পেজে একটি ছবি পোষ্ট করেন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ