এক মাদ্রাসা থেকেই ৮৪ জনের কপাল খুললো - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

এক মাদ্রাসা থেকেই ৮৪ জনের কপাল খুললো

Share This

ঢাকার বরাবরেই নামিদামী মাদ্রাসা মধ্যে অন্যতম ছিল পুরান ঢাকায় অবস্থিত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা।  অনান্য মাদ্রাসা থেকে এই মাদ্রাসায় বেশ কিছু আইন কানুন মানা হয়।  পড়াশুনার ব্যাপারে বরাবরেই এগিয়ে আছে এই মাদ্রাসাটি।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিতেও চমক দেখালো মাদ্রাসাটি।  খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪র্থ স্থানসহ ৮৪ জন ছাত্র/ছাত্রী চান্স পেয়েছেন।   এরমধ্যে ৭৯জন ছাত্র এবং ৫জন ছাত্রী।  যাকে একটি চমকই বলা যায়।

মাদ্রাসার শিক্ষার্থীরা বলছেন, দেশের কোন কলেজ থেকেও এক বছরে এতো ছাত্র ঢাবিতে চান্স পেয়েছে কিনা আমাদের জানা নেই।  এ থেকে প্রমাণ হয় মাদরাসায়ও অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে।

এর আগে, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন আব্দল্লাহ মজুমদার।  এর আগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ঢাবির ভর্তি পরীক্ষার ‘খ’ ও ‘ঘ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করে তারই বড় ভাই আব্দুর রহমান।  সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মানবিক অনুষদে প্রথম স্থান অধিকার করেছিল।  এখন ঢাবির আইন বিভাগে আব্দুর রহমান অধ্যয়নরত।  তারা উভয়ে তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্র ছিলেন।

এছাড়া ২০১১-১২ সেশনে ঢাবির ঘ ইউনিটে চতুর্থ ও খ ইনিটে নবম হন মিল্লাতের ছাত্র নুর মোহাম্মদ।  তিনি বর্তমানে ফিন্যান্স বিভাগে অধ্যয়নরত আছেন।

খ ইউনিটে দ্বিতীয় স্থান অধিকার করা তাসনীম ইসলামও (দাখিল /এস এস সি) সম্পন্ন করেছেন ঢাকা ডেমরার দারুন্নাজাত মহিলা মাদ্রাসা থেকে, এছাড়া খ ইউনিট এর সেরা দশে মাদ্রাসা থেকে আসা একাধিক শিক্ষার্থী ঢাবিতে চান্স পেয়েছেন।

কোন মন্তব্য নেই: