ভারতীয় ইংরেজি পত্রিকায় ‘হিরো আলম’কে নিয়ে সংবাদ! - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

ভারতীয় ইংরেজি পত্রিকায় ‘হিরো আলম’কে নিয়ে সংবাদ!

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ঢাকা: চলতি বছরে বাংলাদেশে এমন একজন ব্যক্তি তারকা খ্যাতি পেয়েছেন যিনি সম্পূর্ণ নিজের চেষ্টায় দর্শক প্রিয়তা ও খ্যাতি পেয়েছেন। তার গ্রহণযোগ্যতা সাধারণ থেকে সর্বেচ্চ তারকা পর্যন্ত। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নিজে ডেকে তার সাথে সেলফিও তুলেছেন।

তিনি আর কেউ নন আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’। ইউটিউবে নিজে অভিনয় ও প্রযোজনা করে ভিডিও প্রকাশ করেন। ভিডিও গুলি রুচিশীলের কাছে হাস্যকর হলেও তিনি বেশ যত্ন নিয়ে কাজ করেন। 

তবে এবার তার খ্যাতি অনন্য মাত্রায় চলে গেছে। বগুড়ার এই হিরো আলমকে নিয়ে একটি ফিচার ছাপিয়েছে ভারতীয় শীর্ষ স্থানিয় পত্রিকা জি নিউজ। দেশের অনেক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকার ভাগ্যেও এমন ঘটেনি। জি নিউজ তাদের অনলাইন সাইটে আজ এটি ছাপায়।

সেখানে তার কিছু ভিডিও শেয়ার করে বলা হয়, হিরো আলম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত তারকা। সে নিজে কিছু মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ করেছে যা তার জন্য অপার খ্যাতি নিয়ে এসেছে। এমনকি তার ইউটিউব চ্যানেলে প্রায় ৯০,০০০ সাবস্ক্রাইবার রয়েছে। ভিডিও গুলো খুব হাস্যকর হওয়ার কারণে এত জনপ্রিয়তা পেয়েছে, যদিও তিনি অসচেতন ভাবেই সেগুলো হাস্যকর উপস্থাপন করেছেন।

ধরেই নেয়া যাই এমন প্রভাবশালী পত্রিকায় তার সংবাদ প্রকাশ তাকে অনেক দূর নিয়ে যাবে। 
সময়ের সংলাপ24/ডি-এইচ
Comment Using!!

Pages