সিলেটে কোয়ারেন্টিনে আরও ৫০৫ জন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

সিলেটে কোয়ারেন্টিনে আরও ৫০৫ জন

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫০৫ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেটে ৯১ জন, সুনামগঞ্জে ১৬৮ জন, মৌলভীবাজরে ৯৫ জন ও হবিগঞ্জে ১৪০ জন। বাকি ১১ জন আছেন প্রাতিষ্ঠানিক (হাসপাতালে) কোয়ারেন্টিনে। এর মধ্যে সিলেটে ৬ জন এবং হবিগঞ্জে ৫ জন।

একই সময়ে নতুন করে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। এর মধ্যে সিলেটে ৩ জন ও হবিগঞ্জে ১৪ জন। ৭ জন ছাড়পত্র পেয়েছেন শহীদ শামসুদ্দিন আাহমদ হাসপাতালে থেকে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া সিলেট মিররকে জানান, সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৫ হাজার ২০১ জনকে কোয়ারেন্টিনে রাাখা হযেছিল। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ১১০ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৯১ জন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages