ইসলাম ধর্ম গ্রহণ করলেন নায়ক রাম চরণ! - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

ইসলাম ধর্ম গ্রহণ করলেন নায়ক রাম চরণ!

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

তামিল নায়ক রাম চরণ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় রাম চরণ সাদা রঙের টুপি পরে কোনো একটি সামাজিক অনুষ্ঠানে দোয়া ধরেছেন। তাকে ঘিরে আছেন তার অনুসারিরা।

এদিকে ভাইরাল হওয়া ফেসবুক স্টাটাসে লেখা রয়েছে, ‘ইসলাম ধর্ম যে পৃথিবীর শ্রেষ্ট ধর্ম এই বার্তাটি সারা বিশ্বের কাছে আরো একবার পৌঁছে দিতেই এই রমজানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তামিল ছবির জনপ্রিয় নায়ক আমার প্রিয় রাম চরণ। সত্যিই আনন্দে বুকটা ভরে গেলো।’

এর আগে বলিউডের অনেক তারকাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাদের মধ্যে রয়েছে সাইফ আলি খান এর স্ত্রী বলিউড তারকা কারিনা কাপুর।

এছাড়াও রয়েছেন অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। আছেন হেমা মালিনী, সাইফ আলির মা শর্মিলা ঠাকুর, অমৃতা সিং এবং আয়েশা টাকিয়াসহ আরও অনেকেই। - বিডি২৪রিপোর্ট

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages