আজ রাতে মুক্তি পাবেন নিরীহ জাহালম? - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

আজ রাতে মুক্তি পাবেন নিরীহ জাহালম?

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় কারাবন্দি নির্দোষ জাহালমের আজ (রোববার, ৩ ফেব্রুয়ারি) রাতেই গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, সবকিছু নির্ভর করছে আদালতের নির্দেশনা হাতে পাওয়ার ওপর।

তিনি বলেন, হাইকোর্টের আদেশের কপি জজকোর্ট হয়ে কেন্দ্রীয় কারাগারে আসবে। এখনো সেই কপি হাতে পাইনি। হাতে পেলে আমরা জাহালমকে মুক্তি দিতে কাশিমপুর কারাগারে পাঠাব। জাহালমকে মুক্তি দিতে সব বিষয়ে জেনেছি। তবে কাগজপত্র ছাড়া তো কিছুই করতে পারব না। আদালতের নির্দেশে আমরা আসামি রাখি, আদালতের নির্দেশনা মেনেই ছেড়ে দেই।

এর আগে ৩৩ দুর্নীতি মামলায় মূল আসামির বদলে তিন বছর ধরে জেল খাটা নিরীহ জাহালমকে অবিলম্বে মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। রবিবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক, মামলার বাদী ও আরও দুই সরকারি কর্মকর্তা আদালতে হাজির হলে এ আদেশ দেন হাইকোর্ট। এছাড়া আদালতে জাহালমের আটকাদেশ বৈধতার ওপর জারি করা রুলের শুনানি হয়।

রুলের আরও শুনানির জন্য আগামী ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

‘৩৩ মামলায় ভুল আসামি জেলে: স্যার, আমি জাহালম, সালেক না’ শীর্ষক একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদের স্বতঃপ্রণোদিত রুল জারি করেন।

প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিমকোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত।

প্রতিবেদনে বলা হয়, সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ৩৩ মামলায় মূল অভিযুক্ত আসামি আবু সালেকের বদলে তিন বছর ধরে জেল খেটেছেন পাটকল শ্রমিক জাহালম।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages