গ্রীন সিলেট ক্রিকেট একাডেমীর পুরুষ্কার বিতরণ সম্পন্ন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

গ্রীন সিলেট ক্রিকেট একাডেমীর পুরুষ্কার বিতরণ সম্পন্ন

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

৯ম তম গ্রীন সিলেট ক্রিকেট একডেমী র্টুনামেন্ট ২০১৯ইং এর পুরুষ্কার বিতরণী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় জেলা স্টেডিয়াম রিকবী বাজার, সিলেট অনুষ্টিত হয়।

এতে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শফিউল আলম চৌধুরী নাদেল, মাহি উদ্দীন আহমেদ সেলিম, জয়দেব সূজক, মুফতি আব্দুল খাবির, তপু বিশ্বাস, ডা তন্ময়, ডা দ্বিপ, সাবেক খেলোয়াড় এমান আহমেদ। জাতীয় দলের খেলোয়াড় গ্রীন সিলেট একাডেমীর ছাত্র খালেদ আহমেদ, এ দলের এনাম আহমেদ। বয়স ভিত্তিক জাতীয় দলের খেলোয়াড় কামিল আহমেদ, গালিব আহমেদ। ক্রিকেটার নাজমুল ইসলাম, বাহার, জাকারিয়া, ফারুক আহমেদ প্রমূখ।

আরোও উপস্থিত ছিলেন গ্রীন সিলেট ক্রিকেট একাডেমীর কোচ রানা মিয়া, শুক্কুর আহমেদ, রিংকু, সুহেল আহমেদ, নাজিম আহমেদ, সাব্বির আহমেদ, মুহিন আহমেদ, দিলোয়ার।

এতে একাডেমীর স্ব স্ব গ্রুপের চ্যাম্পিয়ন, রার্না-আপ, ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ পুরুষ্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সাম্পান রেষ্টুরেন্ট এবং JZ Enterprise ও পার্ক ভিউ মেডিকেল এর সৌজন্যে।

পুরুষ্কার বিতরনী অনুষ্টান পরিচালনায় করেন বিপুল তালুকদার।
লেখা পাঠিয়েছেন: Aptar Hussain

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages