অবশেষে মন্ত্রীর সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন সানাই - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

অবশেষে মন্ত্রীর সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন সানাই

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বিয়ের পিঁড়িতে বসছেন মডেল অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। নিজের বয়সের তুলনায় ২২ বছরের বড় সাবেক আওয়ামী লীগের মন্ত্রীসভার এক মন্ত্রীকে বিয়ে করতে চলেছেন তিনি। কিন্তু গোপনীয়তা রক্ষাতেই সেই মন্ত্রীর নাম বলতে চাননি এই অভিনেত্রী।

গতকাল শনিবার ২৩ ফেব্রুয়ারি সাবেক এক মন্ত্রীর সাথে বিয়ের বাগদান সম্পন্ন হয়েছে বর্তমান সময়ের আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভার। এ কথা সানাই নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কিন্তু তিনি ওই মন্ত্রীর পরিচয় প্রকাশ করেননি কিন্তু বিভিন্ন গণমাধ্যম সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার সঙ্গে সানাইয়ের বিয়ে হয়েছে বা হচ্ছে বলে খবর প্রকাশ করছে।

এদিকে এ খবরকে ভিত্তিহীন ও গুজব জানিয়ে সানাই গনমাধমকে বলেন, ‘এ ঘটনায় আমি অনেক বিব্রতবোধ করছি। আমি তাকে চিনি না, তার সাথে আমার পরিচয়ও নেই। একজন রাজনীতিবিদ হিসেবে তার নাম জানি এছাড়া তার সাথে আমার কোনো ধরণের পরিচয় নেই।’

এদিকে রাঙ্গার সাথে ভাইরাল হওয়া ছবি নিয়ে সানাই বলেন, ‘একটি রেস্ট্রুরেন্ট উদ্বোধনের সময় আমি যাই একজন সেলিব্রেটি হিসেবে তখন তার সাথে আমার দেখা হয়। এছাড়া তার সাথে আমার কোনো সম্পর্ক নেই।’

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages