বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুরকে আটকে দিলেও, সেরা পারফর্ম করতে পারেনি চিটাগং ভাইকিংস। তাই পরবর্তী ম্যাচে সব বিভাগে ইতিবাচক ক্রিকেট খেলার লক্ষ্য চিটাগং পেসার খালেদ আহমেদের। অন্যদিকে, প্রথম ম্যাচে হেরে ধাক্কা খেয়েছে সিলেট সিক্সার্স। তবে, পরের ম্যাচে জয়ের ধারায় ফিরতে বদ্ধপরিকর তারা।
বিপিএলের গেল আসরে মাত্র ৩টি জয়ে টেবিলের তলানিতে ছিলো চিটাগং ভাইকিংস। এবার অবশ্য ষষ্ঠ আসরে জয় দিয়েই মিশন শুরু করে বন্দর নগরীর দলটি। হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাউডার্সকে।
গেলো ম্যাচে ভাইকিংসের বোলিং দৃষ্টি কেড়েছে। কিন্তু, ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছেন। এবার তাই ব্যাটিংয়ের উপর জোর দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এমনটাই জানান তরুণ পেসার খালেদ আহমেদ। কারণ এবারের আসরের চিটাগংয়ের লক্ষ্য শিরোপার রেসে টিকে থাকার।
'আমি যতটুকু দেখেছি, লো স্কোরিং ম্যাচ এমনই হয়। আমাদের কোচ ব্যাটিং নিয়ে অনেক কাজ করছেন। এই ম্যাচ থেকে আরো ভালো বোলিং, ব্যাটিং, ফিল্ডিং করার চেষ্টা থাকবে।' বলছিলেন খালেদ।
তিনি বলেন, 'বিপিএল আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। আমি চাইবো এখানে অনেক ভালো করতে। এখানে ভালো করে আমি জাতীয় দলে পাকাপোক্ত হতে চাই।'
অন্যদিকে, হার দিয়ে আসর শুরু করে সিলেট সিক্সার্স। নিজেদের প্রথম ম্যাচে তারকা সমৃদ্ধ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৪ উইকেটে হেরে যায় ডেভিড ওয়ার্নারের দল। এবার জয়ের ধারায় ফিরতে চায় তারা। সেই ধারায় তিন বিভাগেই উন্নতি করার বিকল্প নেই মানছে ক্রিকেটাররা। তাই গেলো ম্যাচের ভুল শুধরে, ইতিবাচক ক্রিকেট খেলার প্রত্যয়।
দলের পাকিস্তানি পেসার সোহেল তানভীর বলেন, 'দেখুন প্রথম ম্যাচে আমরা আশানুরূপ খেলতে পারি নি। তারপরও বোলিং ও ফিল্ডিংয়ে দলের ক্রিকেটাররা ভাল করেছে। পরবর্তী ম্যাচে সব বিভাগে সেরাটা খেলে জয়ের লক্ষেই মাঠে নামবো।'
বুধবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দিনের প্রথম ম্যাচে মুশফিকের চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্স।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ