জনগণ ভোটের মাধ্যমে এবারে পরিস্থিতি বদলে দেবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুর ১টায় ঠাকুরগাঁও জেলা রির্টানিং কর্মকর্তার সাথে এক সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
নির্বাচনে কর্মীদের জন্য শেষ বার্তা জানিয়ে ফখরুল বলেন, সমস্ত বাধা-বিপত্তি উপেক্ষা করে বেরিয়ে আসতে হবে। জনগণকে সাথে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে আপনাদেরকে অবশ্যই কেন্দ্রে যেতে হবে। ভোট পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
নিজ দলের কর্মীদের আটকের বিষয়ে তিনি বলেন, শুক্রবার বিএনপির যেসব কর্মীরেদর আটক করা হয়েছে তারা অনেক গুরুত্বপূর্ণ নেতা। আমি এ বিষয়ে জেলা রির্টানিং কর্মকর্তা ও এসপি সাহেবকে জানিয়েছি। তবে এরপরেও কিন্তু আমাদের সাধারণ ভোটরকে কেউ হতাশ করতে পারবে না। আমার আশা করি যদি ভালো পরিস্থিতি থাকে তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে।
সরকার গ্রেপ্তার, হামলা-মামলা ও হয়রানির মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তারা এসব করেছে যাতে আমরা নির্বাচন থেকে বেরিয়ে যাই। কিন্তু আমরাও পণ করেছি। সহজে বের হচ্ছি না।
ফখরুল বলেন, আমরা ১০ বছর পর নির্বাচনে এসেছি। তাদের উচিত ছিল আমাদের সাথে একটু ভাল ব্যবহার করে নির্বাচনে রাখা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তারা তা না করে সারাদেশে গ্রেফতার, হয়রানি, হুমকি-ধমকি দিয়ে একটা ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যাতে আমরা বের হয়ে যাই। কিন্তু আমরাও পণ করেছি, সহজে বের হচ্ছি না।
বিএনপিতে নির্বাচন নিয়ে কোন বিরোধ আছে কিনা এমন এক প্রেশ্নের জবাবে ফখরুল বলেন, আমাদের মধ্যে কোন বিরোধ নেই। এগুলো সরকারের কূটচাল। একেবারে ভিত্তিহীন। এগুলো কোনটাই সঠিক নয়।
এসময় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ