৪৮তম বিজয় দিবস উদযাপনে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আগামীকাল ১৬ ডিসেম্বর ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বিজয় উল্লাসে মেতে উঠবে গোটা জাতি। মানুষের ঢল নামবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে।
মহান বিজয় দিবস উপলক্ষে দুই সপ্তাহ ধরে শতাধিক পরিচ্ছন্নতা-কর্মী কাজ করছেন স্মৃতির এ মিনার ধোয়ামোছা আর সাজসজ্জায়। লাল-সবুজ ফুলের সমারোহে ছোট ছোট বাগানগুলোকে সাজানো হয়েছে অপরূপ সাজে। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রঙ-তুলির আঁচড়।
স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জোয়ার্দার তাবেদুন নবী বলেন, ধুয়ে মুছে স্মৃতিসৌধকে প্রতি বছরের মতো এবারও প্রস্তুত করা হয়েছে। আয়োজনের কোথাও কমতি নেই। এখন শুধু শ্রদ্ধা জানানোর পালা।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ