আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে টাইগাররা। এই ব্যাপারে মাশরাফি বলেন এশিয়া কাপে ভারত ও পাকিস্তান ফেবারিট। তবে তাদেরকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের। সাফল্য পেতে হলে সবার আগে পার হতে হবে গ্রুপপর্বের বাধা। এমনটাই মনে করেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা।
এই টুর্নামেন্টে কোন প্রতিপক্ষ নিয়ে আলাদা করে ভাবতে চাননা দলীয় কোচ স্টিভ রোডস। সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি তরুণদের কাছ থেকেও সেরাটা চাইলেন কোচ ও অধিনায়ক। শেষমুহুর্তে সবার ব্যাটিং স্কিলটা আরেকটু ঝালিয়ে নেয়ার চেষ্টা। ফিনিশিংয়ে বাংলাদেশের দুর্বলতার কথা ভেবেই হয়তো ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি আরিফুল-মিথুন এমনকি রাহী-রনিদের দিলেন বড় শট খেলার সুযোগ।
এর আগে এশিয়া কাপে দুটো ফাইনালে হারা বাংলাদেশের জন্যে এবারও বড় চ্যালেঞ্জ ফিনিশিংয়েই। রোডস বলেন এশিয়া কাপে কোন প্রতিপক্ষকেই আমরা খাটো করে দেখছিনা আবার কাউকে ভয়ও পাচ্ছিনা। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ভালো শুরু করতে পারলে আমরা আত্মবিশ্বাস পাবো।
তিনি আরও বলেন রশিদ খানদের সামলানো বড় চ্যালেঞ্জ। আবার সবার তাঁবুতেই অমন অস্ত্র থাকলেও নেই কেবল টাইগারদের। বিষয়টি নিয়ে বাড়তি সতর্ক টিম বাংলাদেশ। রোডস বলেন, রিস্ট স্পিনার একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের দলে এই মুহুর্তে অমন কোন স্পিনার নেই। এশিয়া কাপ শেষে আমরা সারাদেশে রিস্ট স্পিনারের খোঁজে ক্যাম্পেইন চালাবো।
তিনি আরও বলেন লিটন দাসকে নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করছি এবার তরুণরাও ভালো কিছু উপহার দিবে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ