আজ শুক্রবার সিরিজের ৫ম ও শেষ টেষ্ট ম্যাচে বিকাল ৪ টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড। ইতিমধ্যে ইংল্যান্ড সিরিজ নিশ্চিত করে ফেলেছে তবে ম্যাচটা যতটা প্রভাব বিস্তার না করছে তার থেকে বেশি প্রভাব পরছে এলিষ্টার কুকের শেষ ম্যাচটা নিয়ে।
অ্যালিস্টার কুকের ফেয়ারওয়েল পার্টি কি নষ্ট করতে পারবে ভারত? ওভাল টেস্টের আগে এই প্রশ্ন উঁকি দিচ্ছে ভারতীয় সমর্থকদের মনে। আগেই ইংল্যান্ডের কাছে পাঁচ টেস্টের সিরিজ হারিয়েছে ভারত। সিরিজ হারলেও শেষ টেস্ট জিতে মুখরক্ষা করতে চায় ভারত।
সেই সঙ্গে নষ্ট করতে চায় কুকের ফেয়ারওয়েল পার্টি। ওভাল টেস্টের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাবেন বাঁ-হাতি ইংরেজ ওপেনার। সাউদাম্পটনে ইংল্যান্ড সিরিজ জয়ের পর অবসর ঘোষণ করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।
চতুর্থ টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ এগিয়ে গিয়ে সিরিজ পকেট পুরে নেয় ইংল্যান্ড। কিন্তু ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্ট জিতে বিরাটবাহিনী ব্যবধান কমালেও রোজ বোলে বিরাটদের সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ হয়।
এজবাস্টনের মতো রোজ বোলেও টেস্ট জয়ের সুযোগ ছিল ভারতের। কিন্তু দ্রাবিড়ের ভারতের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন সত্যি করার জন্য বিরাট প্রচেষ্টা যথেষ্ট ছিল না।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ