অমানবিক! ৯০ সেকেন্ডে ৪৯ লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু (ভিডিও) - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

অমানবিক! ৯০ সেকেন্ডে ৪৯ লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু (ভিডিও)

Share This

মানুষ কতটা নির্দয় হলে এরকম অত্যাচার করে একজন ৭০ বছরের বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করে। রাস্তায় জনসম্মুখে নির্মমভাবে এক সাবেক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করল তিনজন দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে সোমবার ভারতের এলাহাবাদে। বৃদ্ধাকে মারার সময় সেটা ধারণ হয় পাশেই থাকা সিসি ক্যামেরায়, পরবর্তীতে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল সামাদ খান সাইকেলে করে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ বাইকে করে লাল জামা পরা একটি লোক তার সামনে এসে তাকে লাঠি দিয়ে মারতে শুরু করেন।

মারের চোটে মাটিতে পড়ে যান আব্দুল সামাদ খান। তবুও চলতে থাকে মার। আরেকজন ব্যক্তিও এসে যোগ দেয় তারপর। একজন ব্যক্তি সামনের ফুটপাথে দাঁড়িয়ে এই গোটা দৃশ্যটি দেখছিলেন। 

ওদিকে রাস্তা দিয়ে বাইক বা স্কুটিতে করে যারা যাচ্ছে, তাদের কেউ তাকাচ্ছেও না। সোজা বেরিয়ে যাচ্ছে পাশ কাটিয়ে অথবা ঘুরিয়ে নিচ্ছে গাড়ি। ৯০ সেকেন্ডে ৪৯ বার লাঠির আঘাত করা হয়। ভিডিওতে আরও দেখা যায় এসময় সত্তর বছরের ওই বৃদ্ধকে বাঁচাতে প্রায় কোনো পথচারীই এগিয়ে আসেনি।

দুজনের সঙ্গে তৃতীয়জনও যোগ দেয় এই সময়। তিনজন মিলে বড় লাঠি দিয়ে প্রহার চলতেই থাকে। দেওয়ালে ঠেকে যায় আব্দুল খানের শরীর।

রক্তাক্ত আব্দুল সামাদ খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান তিনি। 

নিহতের ভাই আবদুল অয়াহিদ বলেন, অভিযুক্ত জুনাইদ একজন জমি দখলকারী এবং সে সামাদ খানের একটা জমি দখল করতে চাইছিল। ওই এলাকার অনেকেই জুনাইদের বিরুদ্ধে অভিযোগ করলেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি এবং নির্ভয়ে এলাকার লোকজনকে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে।

এলাহাবাদ হাইকোর্ট পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে বলে জানায় বার্তা সংস্থা এএনআই।



সূত্র: এনডিটিভি 


-সময়ের সংলাপ২৪/ডি-এইচ