‘ক্রিকেটারদের সংসার করা সহজ’ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

‘ক্রিকেটারদের সংসার করা সহজ’

Share This

এই দিনটিতে বিয়ের একযুগ পূর্ণ করতে যাচ্ছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর, নড়াইলের মেয়ে সুমনা হক সুমির সঙ্গে প্রণয় থেকে পরিণয়। সেই থেকে চলছে তাদের সুখের সংসার। কখনও তৈরি হয়নি বড় ধরণের জটিলতা, নেই বিন্দুমাত্র স্ক্যান্ডাল।

ক্রিকেট মাঠের বড় দায়িত্ব সামলে কীভাবে সংসার জীবনকে সু্ন্দর রেখে চলেছেন মাশরাফী? এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে দেশের মাটিতে সবশেষ সংবাদ সম্মেলনে শেষ প্রশ্ন ছিল এটি। জবাবে দুই সন্তানের জনক মাশরাফী বলেছেন, সংসার জীবনে পারস্পরিক বোঝাপড়ার কথা।

ক্রিকেটের সঙ্গে মাশরাফী সংসার পেতেছেন দেড়যুগ আগে। সময়ের সঙ্গে দীর্ঘ হয়েছে ক্যারিয়ার। জনপ্রিয়তায় পেয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকার তকমা। পরিসংখ্যানে হয়েছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। পারিবারিক জীবনেও সফল স্বামী-পিতা। পার করলেন এক যুগের সংসারজীবন।

দীর্ঘ পথচলা আনন্দময় হয়েছে। মাশরাফীর মতে, স্ত্রী’র সঙ্গে বন্ধন মজবুত রাখার বিষয়টি চাকুরীজীবীদের চেয়ে ক্রিকেটারদের জন্য সহজ।

‘ক্রিকেটের সাথে সংসার, আসলে যারা চাকরি করছে তারাও তো সংসার করছে। এখানে কঠিন কিছু নেই। পুরোটাই একজন আরেকজনের সাথে বোঝাপড়ার বিষয়। আমার তো মনে হয় চাকুরীজীবীদের থেকে ক্রিকেটারদের সংসার করাটা আরও সহজ।’

‘আমাদের ক্যারিয়ারে অফুরন্ত গ্যাপ থাকে, সুযোগ থাকে পরিবার নিয়ে সফর করার। এটা একজন চাকুরীজীবী বা অন্যান্য পেশায় থাকে না। এটা যুগলদের জন্য আরও ইন্টারেস্টিং, স্পোর্টস আসলে বন্ডিংটা আরও শক্ত করে।’

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ