বিশ্বনাথের অগ্নিদগ্ধ মহিলার মৃত্যু - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

বিশ্বনাথের অগ্নিদগ্ধ মহিলার মৃত্যু

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বিশ্বনাথের অগ্নিদগ্ধ মহিলা অবশেষে মারা গেছেন। আজ রোববার ভোরে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম চম্পা বেগম (৪৫)। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের রহিমপুর পূর্বপাড়া (রামপুর) গ্রামের ফারুক মিয়ার স্ত্রী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পুত্র রাজু আহমদ।

গত মঙ্গলবার দিবাগত রাতে নিজ বসতঘরে অগ্নিকান্ডে চম্পা বেগম, তার স্বামী, ১মেয়ে ও ৩ ছেলে সহ ৬জন দগ্ধ হন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চম্পা বেগম ও তার মেয়ে রিফা বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে অগ্নিদগ্ধ নিহতের স্বামী ফারুক মিয়া (৫০), পুত্র এমাদ উদ্দিন (১৪), ইমরান আহমদ (১২) ও নিজাম উদ্দিন (১০) কেও শনিবার (১সেপ্টেম্বর) উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages