সিলেট সিলেটের ৩টি আসনে প্রার্থী ঘোষণা করলো জমিয়ত - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিলেট সিলেটের ৩টি আসনে প্রার্থী ঘোষণা করলো জমিয়ত

Share This

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা। সিলেট-১ সদর আসনে দলের সিলেট জেলার সাধারণ সম্পাদক শায়খুল হাদীস তাহুরুল হক জকিগঞ্জী, সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনে মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মাওলানা বদরুল হাসান রায়গড়ীকে প্রার্থী হিসেবে নির্ধারণ করেছে দলের সিলেট জেলা শাখা।

শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা ও মহানগর শাখা কার্যনির্বাহী কমিটির এক যৌথ পরামর্শ সভায় এ ঘোষণা দেয়া হয়। নগরীর উপশহর জামিআ লুগাতুল আরাবিয়ায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে সংগঠনের মহানগর সভাপতি শায়খ আব্দুর রউফ ও জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম।

দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক তাহুরুল হক জকিগঞ্জী, মহানগর শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মোজাক্কির হোসাইন, জেলা অর্থ সম্পাদক মাওলানা শাহজাহান আহমদ, মহানগর সহ সম্পাদক মাওলানা আব্দুল করিম ও মাওলানা শাহ নেছার আহমদ, কানাইঘাট উপজেলার সদস্য সচিব মাওলানা আব্দুল মতিন, গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, বিশ্বনাথ উপজেলা আহ্বায়ক মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, গোলাপগঞ্জ উপজেলা সদস্য সচিব মাওলানা হেমায়তুল্লাহ, সদর উপজেলা আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন, যুগ্ম সচিব মাওলানা খলিলুর রহমান, সদস্য মাওলানা শুয়াইব খান ও মাওলানা শুয়াইব আহমদ প্রমুখ।

সভায় বলা হয়, ‘সিলেট বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। হযরত শাহজালাল (রহ.) এখানে এসে আজান দিয়ে গৌরগোবিন্দের রাজপ্রাসাদ ধ্বংস করেছিলেন। এই আজানের আওয়াজে সারা বাংলাদেশ মুসলমান হয়েছিল। এটা শাহজালালে সানী শায়খুল ইসলাম হোসাইন আহমদ মদনী (রহ.) এর দ্বিতীয় বাড়ি। তাই এখান থেকে তার দল সমর্থিত প্রার্থীগণ নির্বাচিত হয়ে সংসদে আযান দিবেন। যে আযানের আওয়াজে ধ্বসে যাবে মানব রচিত মতবাদের সকল অট্টালিকা। পৌঁছে যাবে শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী পুরো দেশে।’

সভায় বলা হয়, ‘আমাদের প্রার্থীগণ দলের সমর্থনে স্বতন্ত্র নির্বাচন করবেন। তবে এ ব্যাপারে কেন্দ্রের যেকোন সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।’ 

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ