মেসি: প্রিয় বন্ধু, তোমার জন্য বিমান বন্দরে টিকিট হাতে অপেক্ষা করছি৷
রোনাল্ডো: তোমার সঙ্গে যাব বলেই দ্রুত ব্যাগ গুছিয়ে নিলাম৷
অংশ টুকু পড়ে ঘাবড়ে যাবেন না৷ উপরের কথোপকথন কাল্পনিক৷ রোনাল্ডোকে লেখা মেসির খোলাচিঠি আর তাঁর উত্তর পর্বের এই পোস্টই এখন সোশ্যাল মিডিয়ায় হট কেক! রাশিয়ার রণক্ষেত্রে রোনাল্ডো-মেসির বিদায় হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু দেদার ট্রোলিং৷ সেখানেই প্রকাশ পেয়েছে এমন মজার কথপোকথন৷ যার অর্থ, ‘গোট’ বা ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ মেসি ফ্রান্সের বিরুদ্ধে হেরেই রোনাল্ডোর হারের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন৷ পর্তুগাল উরুগুয়ের কাছে হারতেই এখন দুই গ্রেটেস্ট এক পথের পথিক, একসঙ্গেই রাশিয়া ছাড়বেন৷ মজার এই কথোপকথনের চুটকি কিন্তু মুঠোফোনের দৌলতে সোশ্যাল গ্রুপে দারুণ জয়প্রিয়তা পেয়েছে৷
ট্রোলিংয়ের পরের কয়েকটা উদাহরণ আরও মজার৷ সেখানে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার কাজলের ট্রেন ধরার মুহূর্তকে রন-মেসির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে৷ মজার ভাইরালে শাহরুখ হলেন মেসি৷ যিনি রোনাল্ডোকে হাত ধরে টেনে ট্রেনে তুলতে চাইছেন৷ আর রোনাল্ডো হলেন কাজল৷ যে মেসির পথেই এগোতে চাইছে৷ মূল কথা দুজনে কিন্তু একই পথে পা বাড়িয়ে হোঁচট খেয়েছেন৷
বাস্তব চিত্রই ফুটে উঠেছ মজার ছবিতে৷ বাস্তবে একই দিনে ফুটবলগ্রহের দুই তারকায় ইন্দ্রপতন৷ যেখানে একই দিনে বিশ্বকাপ মঞ্চ থেকে ছিটকে গেলেন মেসি-রোনাল্ডো৷ প্রি-কোয়ার্টার পর্বের প্রথম ম্যাচে ফ্রান্সের ১১ মিনিটের(৫৭-৬৮মিনিট) ‘সার্জিকাল স্ট্রাইক’-এর সামনে মাথা নোয়ায় আর্জেন্তিনা৷ শেষ পর্যন্ত মেসিরা ম্যাচ হারে ৪-৩ ব্যবধানে৷
আর দিনের দ্বিতীয় ম্যাচে ‘কাভানি গোলায়’ বিধ্বস্ত ফুটবল গ্রহের আরেক দেবতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ এবারও সার্জিকাল স্ট্রাইক৷ তবে সেটা কাভানি-সুয়ারেজ জুটির৷ প্রথমার্ধে ৭ মিনিটে দুই উরুগুয়ান জুটির সামনে গোল হজম করে পর্তুগাল৷ দ্বিতীয়ার্ধেও উরুগুয়ের নায়ক সেই কাভানি৷ ৬২ মিনিটে ডান পায়ের বাঁকানো শটে স্কোরলাইন ২-১ করেন কাভানি৷ ওখানেই শেষ পর্তুগাল৷
বিশ্বকাপের নকআউট পর্বে আজ পর্যন্ত গোল পাননি দুই তারকা৷ রোনাল্ডো তাঁর কেরিয়ারের চারটি বিশ্বকাপ মিলিয়ে নক আউট পর্বে খেলেছেন ৫১৪ মিনিট৷ আর মেসি খেলেছেন ৭৫৬ মিনিট৷ এই গ্রহের দুই সেরা তারকার বিশ্বকাপের নকআউট পর্বে গোল না পাওয়ার অদ্ভূত রেকর্ড রয়েছে৷ চলতি বিশ্বকাপেও সেই রেকর্ড অক্ষত রয়ে গেল৷
বিশ্বকাপে দুই তারকার বিদায়ের দিনে মজার মিম কিন্তু ভাইরাল৷
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ