রোনালদোদের হারিয়ে শেষ আটে কাভানির উরুগুয়ে - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

রোনালদোদের হারিয়ে শেষ আটে কাভানির উরুগুয়ে

Share This

ফ্রান্স বিদায় করে দিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনাকে। রাতে উরুগুয়ে বিদায় করে দিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে। এডিনসন কাভানির জোড়া গোলে ২-১ ব্যবধানে উরুগুয়ে হারাল পর্তুগালকে, উঠে গেল শেষ আটে। বিশ্বকাপ স্বপ্ন দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল রোনালদোর।

ম্যাচের ৭ মিনিটেই সেই গোলের দেখা পেয়ে যায় উরুগুয়ে। বাঁ প্রান্ত থেকে দারুণ একটা ক্রস ভাসিয়েছিলেন সুয়ারেজ। রক্ষণকে ফাঁকি দিয়ে তাঁর দারুণ হেড খুঁজে নেয় জাল। উরুগুয়ের হিয়ে এটি তাঁর ৪৪তম গোল, এবারের বিশ্বকাপে দ্বিতীয়।

রোনালদো অবশ্য সেভাবে সুযোগ পাননি, একবার শট নিয়েছিলেন। সেটা ঠেকিয়ে দিয়েছেন মুসলেরা। বরং কর্নার থেকে হোসে ফন্ট সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন। উরুগুয়ের হয়ে সুয়ারেজ পরীক্ষা নিয়েছিলেন পর্তুগালের, কিন্তু তাঁর ফ্রিকিক দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন পর্তুগাল গোলরক্ষক লুইস প্যাট্রিসিও।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে উরুগুয়েকে চেপে ধরে পর্তুগাল। সেটার ফল পায় ৫৫ মিনিটে। দ্রুত নেওয়া একটা কর্নার থেকে পেপেকে মার্ক করতে ভুলে গিয়েছিল উরুগুয়ের জমাট রক্ষণ। ফাঁকায় হেডে গোল করে সমতা ফেরান পেপে, টুর্নামেন্টে প্রথম গোল হজম করে উরুগুয়ে।

তবে সমতা ফেরানোর জন্য উরুগুয়ে সময় নিয়েছে মাত্র ৭ মিনিট। এবার সেই পেপেই একটা ভুলে বল তুলে দিলেন উরুগুয়ের পায়ে। বাঁ প্রান্তে বল পেয়ে ডান পায়ের অসাধারণ এক ফিনিশে বল জালে জড়িয়ে দেন কাভানি। ম্যাচে দ্বিতীয় গোল পেলেন কাভানি, এবারের বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় গোল। তবে ৭৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন। উরুগুয়ের জন্য সেটি বড় দুশ্চিন্তার কারণ।

ম্যাচের শেষদিকে গোলের জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে পর্তুগাল। রোনালদো দূর থেকে চেষ্টা করেছিলেন শট নেওয়ার, কিন্তু উরুগুয়ের জমাট রক্ষণ ঠেকিয়ে দিয়েছে সবকিছু। শেষের দিকে রোনালদো হলুদ কার্ড দেখেছেন, দল কোয়ার্টার ফাইনালে উঠলেও খেলতে পারতেন না তিনি। শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গেই শেষ হয়েছে তাঁর বিশ্বকাপ।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ