বিশ্ব একাদশে খেলার সুযোগ, সেটিও ক্রিকেট তীর্থ লর্ডসে। এমন আয়োজনের অংশ হতে পারাই যথেষ্ট গৌরবের। তবে শুধু অংশগ্রহণেই তৃপ্ত থাকতে চান না তামিম ইকবাল। বাংলাদেশের ওপেনারের চাওয়া ভালো খেলা। পাশাপাশি চান আয়োজনের সাফল্য।
গত বছর ক্যারিবিয়ানে হারিকেনে ক্ষতিগ্রস্থ স্টেডিয়ামগুলোর সংস্কারে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচের। আগামী বৃহস্পতিবার লর্ডসে বিশ্ব একাদশের মুখোমুখি হবে ইংল্যান্ড। আইসিসি ম্যাচটিকে দিয়েছে আন্তর্জাতিক মর্যাদাও।
বাংলাদেশ থেকে তামিম ও সাকিব আল হাসানকে রাখা হয়েছিল বিশ্ব একাদশে। সাকিব পরে নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যক্তিগত কারণে। তামিম ম্যাচটি খেলতে ঢাকা ছাড়ছেন শনিবার রাতে।
দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের আগে তামিম শোনালেন তার রোমাঞ্চের কথা। জানালেন, শুধু অংশগ্রহণের লক্ষ্যেই যাচ্ছেন না।
“রোমাঞ্চ অবশ্যই আছে। এরকম একটি খেলায় অংশ নেওয়াই অনেক বড় ব্যাপার। তবে আশা থাকবে শুধু অংশগ্রহনই নয়, ভালোও খেলব। ভালো খেলতে পারলে খুব ভালো লাগবে।”
“তার চেয়ে বড় কথা, একটি ভালো উদ্যোগে সামিল হতে যাচ্ছি। আশা করব যে কারণে এই আয়োজন, তা যেন সফল হয়। ক্যারিবিয়ানের যে মাঠগুলো হারিকেনে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ম্যাচের মাধ্যমে আমরা যেন যথেষ্ট তহবিল সংগ্রহ করে মাঠগুলোকে সাহায্য করতে পারি।”
বিশ্ব একাদশের ম্যাচ খেলে তামিম লন্ডন থেকেই দেরাদুনে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২ জুন। ৩ জুন থেকে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ