পুতিনকে ফোনে শাসালেন এরদোগান - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

পুতিনকে ফোনে শাসালেন এরদোগান

Share This

সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র সাথে যেকোনো সহযোগিতার ব্যাপারে দামেস্ককে সতর্ক করে দিয়েছে আঙ্কারা। তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, আফরিনে তুর্কি সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়া সরকার যদি ওয়াইপিজি’র সাথে কোনো সমঝোতায় পৌঁছে তাহলে তাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি দেন এরদোগান।

একইদিন জর্দান সফরে গিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী যদি সন্ত্রাসীদের নির্মূল করতে আফরিন শহরে প্রবেশ করে তাহলে তাকে তুরস্ক স্বাগত জানাবে। কিন্তু সিরিয়া যদি কুর্দি গেরিলাদের সমর্থনে ওই শহরে সেনা পাঠায় তাহলে আঙ্কারা তা মেনে নেবে না।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সিরিয়ার ব্যাপারে তার দেশের কোনো গোপন পরিকল্পনা নেই এবং সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি আঙ্কারা সম্মান জানায়।

ওয়াইপিজি-কে নির্মূল করার লক্ষ্যে তুরস্ক গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার আফরিনে সেনা অভিযান শুরু করে। শুরু থেকেই তুর্কি বাহিনীর এ অভিযানকে নিজের ভৌগলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে এর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে সিরিয়া সরকার।

সিরিয়ার কোনো কোনো গণমধ্যাম রোববার জানিয়েছিল, দেশটির আফরিন এলাকায় তুর্কি সেনাবাহিনীর আগ্রাসন যৌথভাবে প্রতিহত করতে সম্মত হয়েছে কুর্দি গেরিলা গোষ্ঠী-ওয়াইপিজি ও সিরিয়ার সেনাবাহিনী। ওই খবরে পরিপ্রেক্ষিতে তুরস্কের পক্ষ থেকে এসব প্রতিক্রিয়া জানানো হলো।

আফরিনে তুরস্ক-সিরিয়া সঙ্ঘাতের আশঙ্কা

সিরিয়ার আফরিনে তুরস্কের অভিযানের বিরুদ্ধে এতদিন কুর্দিদের পরোক্ষভাবে সহযোগিতা করলেও এবার সরাসরি সেনা মোতায়েন করতে পারে সিরিয়া। এ বিষয়ে কুর্দিদের সাথে বাশার আল আসাদ সরকারের সমঝোতা হয়েছে বলে কুর্দিদের একটি সূত্র জানিয়েছে। গত মাসে আফরিনে কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক।

তুরস্ককে মোকাবেলায় শুরু থেকে গোপনে কুর্দি বাহিনীকে রসদ সরবরাহ করে আসছে সিরিয়ার সরকারিবাহিনী। তবে নতুন সমঝোতার ভিত্তিতে অঞ্চলটিতে বাশার সরকার সেনা মোতায়েন করতে পারে বলে জানা গেছে। আফরিনে সেনা মোতায়েন করলে সেখানে তুরস্কের সাথে সিরিয়ার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্দি যোদ্ধাদের সাথে সিরীয় সরকারের সমঝোতা হয়েছে। চুক্তি অনুসারে আফরিনে তুরস্কের হামলা মোকাবেলায় কুর্দিদের সহযোগিতায় সেনা পাঠাবে সিরিয়া। কুর্দিদের পক্ষ থেকে এই সমঝোতার বিষয়টি জানালেও সিরীয় সরকারের পক্ষে তা নিশ্চিত করা হয়নি। কুর্দি কর্মকর্তা বাদরান জিয়া কুর্দ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই সরকারি সৈন্যরা আফরিনে প্রবেশ করতে পারে এবং তাদের সীমান্তের কয়েকটি অবস্থানে মোতায়েন করা হবে।

সিরিয়ার এক কুর্দি রাজনীতিকের বরাতে ইরাকি কুর্দি গণমাধ্যম গোষ্ঠী ও বার্তা সংস্থা রুদো ওই চুক্তির সংবাদ প্রকাশ করেছে। তবে চুক্তির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তুর্কি অভিযানের শুরু থেকেই আফরিনে বিদ্রোহী কুর্দি সেনাদের সহায়তায় নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকা দিয়ে যোদ্ধা, বেসামরিক নাগরিক ও রাজনীতিকদের অবাধে চলাফেরা করার সুযোগ দিচ্ছে দামেস্কের সরকার। এমনকি সিরিয়ার কুর্দি অধ্যুষিত অন্যান্য এলাকা থেকেও যোদ্ধাদের সঙ্ঘাতপূর্ণ এলাকায় ঢুকতেও সহায়তা করছে তারা।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ