ব্যাটিংয়ে ঢাকা, একাদশে পরিবর্তন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

ব্যাটিংয়ে ঢাকা, একাদশে পরিবর্তন

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগের ৪১তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটস। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর একটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। চলমান আসরে এটি দুই দলেরই গ্রুপ পর্বের শেষ ম্যাচে। রংপুর ও ঢাকা ইতোমধ্যে নিশ্চিত করেছে নিজেদের শেষ চারে অংশগ্রহন।

শুধু তাই নয় এলিমিনেটর ম্যাচেও দুই দল একে অপরের প্রতিপক্ষ হতে পারে। যদি রংপুর জিতে। আর যদি রংপুর হারে আর ঢাকা জিতে যায় তবে তারা চলে যাবে টেবিলের দ্বিতীয় স্থানে। খুনলা নেমে আসবে তিনে। 

দুই দলই এখন পর্যন্ত খেলেছে ১১ ম্যাচ। যার মধ্যে ঢাকা জিতেছে ৬টিতে, পরাজিত হয়েছে ৪টি ম্যাচ এবং বৃষ্টির কারণে ড্র হয়েছে ১টি ম্যাচ। অপরদিকে রংপুরও ঢাকার সমপরিমাণ জিতলেও হেরেছে ৫টি ম্যাচে। 

ঢাকার সম্ভাব্য একাদশ: 
১) এভিন লুইস
২) সুনিল নারিন
৩) শহীদ আফ্রিদি
৪) সাকিব আল হাসান
৫) জহরুল ইসলাম
৬) মোসাদ্দেক হোসেন
৭) পোলার্ড/ ড্যানলি
৮) মেহেদী মারুফ/খালিদ হাসান
৯) সাদমান ইসলাম
১০) মোহাম্মদ আমির ও
১১) আবু হায়দার রনি।

রংপুর রাইডার্সের একাদশ: 
১) ব্রেডন্ড ম্যাককালাম, 
২) ক্রিস গেইল, 
৩) শাহরিয়ার নাফিস, 
৪) জিয়াউর রহমান, 
৫) মোহাম্মদ মিঠুন, 
৬) রবি বোপারা, 
৭) মাশরাফী বিন মুর্তোজা, 
৮) জনসন চার্লস, 
৯) সোহাগ গাজী, 
১০) রুবেল হোসেন ও 
১১) স্যামুয়েল বদ্রি। 

-সময়ের সংলাপ24/ডি-এইচ
Comment Using!!

Pages