ইলিয়াস আলীর সন্ধানে দু’য়া মাহফিল করল লামাকাজী ইউনিয়ন ছাত্রদল - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

ইলিয়াস আলীর সন্ধানে দু’য়া মাহফিল করল লামাকাজী ইউনিয়ন ছাত্রদল

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ডেস্ক নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সিলেট মা, মাটি ও মানুষের বন্ধু বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানী নগর এর সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলীকে ২০১২ সনের ১৭ এপ্রিল ঢাকা বনানী থেকে রহস্য জনক ভাবে জালীম সরকারের সন্ত্রাসীরা গুম করে রেকেছে। 
তাই ফিরে পাওয়ার জন্য বিশ্বনাথ সহ সিলেটের সর্বস্তরের জনতা বিভিন্ন ভাবে কর্মসূচী পালন করছে।
প্রতি মাসের ১৭ তারিখের দিন টা সকলেই মনে করে দোয়ার মাধ্যমে তারি ধারাবাহিকতায় গত কাল ১৭-১২-২০১৭ তারিখে লামাকাজী ছাত্রদল এর সংগ্রামী সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইমরান মাহমুদ এর পক্ষ থেকে পালন করা হয় প্রিয় নেতা কে ফিরে পাওয়ার এক দোয়া মাহফিল।
এতে উপস্থিত ছিলেন ইউপি বিএনপি'র অন্যতম নেতা, লামাকাজী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, তরুণ উদিয়মান ছালিশ ব্যক্তিত্ব গোলাম কিবরিয়া,যুবদল নেতা শামিম আহমদ,সিলেট সদর উপজেলার যুগ্ম সম্পাদক আফজল,বিশ্বনাথ উপজেলা ছাত্রদল এর আহবায়ক জামিল আহমদ, হোসাইন, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. ফেরদৌস, জেলা ছাত্রদল এর সদস্য সাজন আহমদ, ইউপি ছাত্রদল নেতা ফয়ছাল, খলিল, রুবেল, খলিল, সুয়েব, ছুলতান, তোফায়েল, আতিক, কামরান,আল আমিন রাহাত,মাহিন, প্রমূখ।

Comment Using!!

Pages