কাতালুনিয়ায় ভোটারদের ওপর পুলিশের অ্যাকশন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

কাতালুনিয়ায় ভোটারদের ওপর পুলিশের অ্যাকশন

Share This

কাতালুনিয়ার স্বাধীনতার দাবিতে গণভোট চলছে আজ। তবে ভোটারদের কেন্দ্রে যাওয়া টেকাতে সম্ভব সব কিছুই করে যাচ্ছে স্পেনের পুলিশ। গতকাল থেকে সহস্রাধিক ভোট কেন্দ্র দখল করে ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপরও আজ সকালে ভোট দিতে জনতার ঢল নামলে সরাসরি অ্যাকশনে যায় সরকারি বাহিনী। বিভিন্ন স্থানে ভোটারদের বেদড়ক পেটানোর ঘটনা ঘটছে। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার খবরও পাওয়া যাচ্ছে। এতে অন্তত ৩৮ জন আহত হয়েছেন। এখানে পুলিশি অ্যাকশনের কিছু ছবি দেয়া হল–


ভোটকেন্দ্রে থেকে বের করে এনে কয়েকজন যুবককে রাস্তায় শুইয়ে রেখেছে পুলিশ


ভোট দানে বাধা দেয়ায় প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে পুলিশ


পুলিশ-ভোটার মুখোমুখি


এক ভোটারকে টেনে কেন্দ্র থেকে বের করে আনা হচ্ছে


পুলিশের আচরণে ক্ষুব্ধ এক নারী বিক্ষোভকারী

ভোটারদেরকে কোনো মতে ঠেলে কেন্দ্রের বাইরে রাখার চেষ্টারত পুলিশ!

-সময়ের সংলাপ24/ডি-এইচ