তবে কি পাকিস্তান কে পেছনে ফেলবে বাংলাদেশ? - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

তবে কি পাকিস্তান কে পেছনে ফেলবে বাংলাদেশ?

Share This

স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ই অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এই নিয়ে ক্রিকেট ভক্তদের জল্পনা কল্পনার শেষ নেই । তবে এই সিরিজে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশী ক্রিকেটাররা এবং ক্রিকেট ভক্তরা। 

এদিকে এই সিরিজে বাংলাদেশের একটি খুশির সংবাদ পাওয়ার অপার সম্ভাবনা রয়েছে। সেটি হলো, দক্ষিণ আফ্রিকা যদি এই সিরিজে ২-১ এ জিতে তাহলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৯৫। সেক্ষেত্রে ৯৫ পয়েন্ট পাওয়া পাকিস্তানের সমতায় উঠতে পারে বাংলাদেশ। 

অন্যদিকে বাংলাদেশ যদি সিরিজটি ২-১ বা ৩-০ তে জিতে তাহলে বাংলাদেশ দলের পয়েন্ট হবে যথাক্রমে ৯৭ এবং ১০০। সেক্ষেত্রে সেক্ষেত্রে ৯৫ পয়েন্ট পাওয়া পাকিস্তানকে পেছনে ফেলে ৬ নম্বরে উঠতে পারে বাংলাদেশ। তবে নজর রাখতে হবে প্রায় একই সময়ে চলতে থাকা পাকিস্তান বনাম শ্রীলংকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দিকেও। 

উল্লেখ্য, ১১৯ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তিনে ১১৪ পয়েন্ট নিয়ে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। আর ৯৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দলের অবস্থান সপ্তমে। বাংলাদেশ সিরিজটি ২-১ বা ৩-০ তে জিতলে র্যাঙ্কিংয়ে অবনমন হবে না দক্ষিণ আফ্রিকার। সর্বনিম্ন ১১৫ পয়েন্ট নিয়ে দুইয়েই থাকবে তারা। কেননা, ১১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তিনে অস্ট্রেলিয়া।