উল্টোপথে প্রতিমন্ত্রীর গাড়ি আটকালেন দুদক চেয়ারম্যান - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

উল্টোপথে প্রতিমন্ত্রীর গাড়ি আটকালেন দুদক চেয়ারম্যান

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ডেস্ক: রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে দাঁড়িয়ে উল্টো পথে চলা গাড়ি আটকাতে আচমকা অভিযান শুরু করলেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এসময় ৫০টি যানবাহনকে মামলা ও জরিমানা করা হয়। এর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি।

রবিবার বিকেল চারটার দিকে প্রায় দুই ঘণ্টা ধরে তিনি এ অভিযান চালান।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়ি থেকে শুরু করে পুলিশ, সচিব, বিচারক, সরকারি দলের নেতা, সাংবাদিকদের গাড়িকেও জরিমানা করা হয়েছে।

পুলিশের ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন জানান, বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা অভিযানে ৫০টির মতো গাড়িকে জরিমানা করা হয়েছে ও মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০টি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি।

Comment Using!!

Pages