বিশ্বনাথে শ্বাসরাম গ্রামে ২৪টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বিশ্বনাথে শ্বাসরাম গ্রামে ২৪টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ

Share This

ডেস্ক: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর পরিচালক ও সহ-সভাপতি ইমরান হোসেন বাবুল বলেছেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে বিদ্যুৎ বঞ্চিত বিশ্বনাথের সবার ঘরে ঘরে বিদ্যুৎত পৌছে যাবে।

বিদ্যুৎ থেকে কেউ বঞ্চিত হবেন না। ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে। তিনি সোমবার ২৫ সেপ্টেম্বর বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামে মরহুম হাজী মো. আব্দুল গণির বাসভবনে গ্রামবাসি আয়োজিত বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আনুষ্টানিকভাবে পশ্চিম শ্বাসরাম গ্রামের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন ১১ নং এলাকার পরিচালক ও পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সাবেক সহ-সভাপতি মো. কামরুল ইসলাম। বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র ইলেকট্রিশিয়ান সুখময় দেবনাথ, শাহওলী খন্দকার (রহ.) সমাজ কল্যাণ সংস্থা পশ্চিম শ্বাসরাম এর সভাপতি মো. কছির আলী, মোহাম্মাদীয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ ও ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম, শাহওলী খন্দকার (রহ.) সমাজ কল্যাণ সংস্থা পশ্চিম শ্বাসরাম এর প্রচার সম্পাদক মামুন আহমদ, সংগঠক রাসেল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী আব্দুল মতিন, কাইয়া-কাইড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আহাদ, সংগঠক রইছ আলী, সফিকুল ইসলাম, ইরপান আলী, নোয়াব আলী, কউছর আলী, সালেহ আহমদ প্রমুখ। উল্লেখ্য : সরকারীভাবে পশ্চিম শ্বাসরাম গ্রামের ২৪টি পরিবার বিদ্যুৎ সুবিধা পেয়েছে। -সময়ের সংলাপ24/ডি-এইচ

কোন মন্তব্য নেই: