তিন বছরের ছোট্ট আকাশ। গালে, মুখে, গলায় নানা আঘাতের চিহ্ণ। কিছুদিন আগে বস্তায় ভরে একটি ড্রয়ারে রেখে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়েছিল। আর এই চেষ্টা যিনি করেছিলেন, তিনি হলেন আকাশের বাবা সেলিম মিয়া। সঙ্গে ছিলেন সেলিমের দ্বিতীয় স্ত্রী রোকসানা।
নিজ সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগে আজ সোমবার সকালে আশুলিয়ার আদর্শ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে সেলিম ও রোকসানাকে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আকাশ ও তাঁর মা রূপা একসঙ্গে বসবাস করেন। রূপা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত ২৪ জুলাই রূপা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে আকাশকে একটি বস্তায় ভরে তাদেরই বাড়ির স্টিলের ওয়্যারড্রোবের ড্রয়ারে তালা মেরে রাখেন তাঁর বাবা ও সৎমা।পরে ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ পান প্রতিবেশীরা। ওই ঘরে গিয়ে ওয়্যারড্রোবের তালা ভেঙে ড্রয়ার খুলে বস্তাবন্দি অবস্থায় শিশু আকাশকে উদ্ধার করে আশপাশের লোকজন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ দেখা যায়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, এ ঘটনায় শিশু আকাশের মা রূপা ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী সেলিম ও তাঁর দ্বিতীয় স্ত্রী রোকসানার নামে আশুলিয়া থানায় প্রথমে অভিযোগ করেন। পরে অভিযোগের সত্যতা পেয়ে মামলা নেওয়া হয়। এ মামলার পরিপ্রেক্ষিতে আজ সকালে আশুলিয়ার আদর্শ গ্রাম থেকে সেলিম ও রোকসানাকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু আকাশকে হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন তাঁর বাবা ও সৎ মা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন