উল্লিখিত বাস্তবতা মেনে নিয়েই স্থানীয় সময় সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ২১তম আন্তর্জাতিক সম্মেলন কনফারেন্স অব পার্টিস ২১ (সিওপি২১)। এই সম্মেলনে বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলো জলবায়ু পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখুক—এমনটা প্রত্যাশা করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের পরিবেশ সচেতন লোকজন। তাঁদের দাবি, এখনই সময় জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার।একুশে সংবাদঃ নগরায়ণ, আধুনিকায়ন ও উন্নয়নের নামে বিশ্বের প্রান্তে চলছে অবাধে কার্বণ নিঃসরণ। এতে উত্তাপ বাড়ছে। গলছে বরফ। কিছু জায়গা শুকিয়ে হচ্ছে কাঠ। আর কোথাও কোথাও বাড়ছে বন্যার প্রকোপ।
বিবিসির খবরে বলা হয়, সিওপি২১-এর উদ্বোধনের আগের দিন রোববার বিশ্বের বিভিন্ন প্রান্তে দুই হাজারের বেশি সভা-সমাবেশ হয়েছে। এর কোনোটা সহিংসতায় রূপ নিয়েছে। বড় সমাবেশগুলো হয়েছে ফ্রান্সের প্যারিস, জার্মানির বার্লিন, যুক্তরাজ্যের লন্ডন, ব্রাজিলের রিও ডি জেনিরোর মতো শহরগুলোতে।